A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস ভাংচুর ও নাশকতার অভিযোগে নাসিকের কাউন্সিলরসহ বিএনপির ৪৭ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই এমন স্লোগান নিয়ে কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মী ওই মহাসড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, এ বিষয়ে থানায় নাশকতা মামলা হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

আগের সংবাদ দেখুনসড়কে প্রাণ গেলে দুই মাছ ব্যবসায়ীর
পরের সংবাদ দেখুনআড়াইহাজার থানার নতুন ওসি আহসান উল্লাহ