নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে নাশকতার অভিযোগে জেলা ছাত্রদলের সহসভাপতি সুলতান মাহমুদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২টি ককটেল ও ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গ্রেফতারেরা হলো- সুলতান মাহমুদ, মাসুদুর রহমান, আরিফ ও তাওহিদ। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে আসামীরা ঢাকা সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ সহ নাশকতা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের কাজিরবাগ সাইফুল ইসলামের বসত বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করলে তাদের দেয়া তথ্যে ১২টি ককটেল, ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনা ও ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করে।
এদিকে, ফতুল্লায় দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র ও মাদক ব্যাবসায়ী রবিন ও ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গোপন সংবাদের ভিত্তিতে নূরবাগ ও ভূঁইঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অপহরণ, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan