
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরায় ডিএমপির গোয়েন্দা—পূর্ব (ওয়ারী) বিভাগের (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) অভিযানে গ্রেফতার মোছা. তাসলিমা (৪০) নামে এক নারী মাদক চোরাকারবারিকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ডেমরা থানায় গ্রেফতারকৃত তাছলিমাসহ অভিযুক্ত আরও দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন গোয়েন্দা পুলিশ। গত সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত সোয়া ১০ টার দিকে সারুলিয়া পূর্ববক্সনগর ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাছলিমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১৯ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় তার সহযোগী অভিযুক্ত সবুজ (২৭) ও মিজান (৩৫) পালিয়ে যায়। তবে দ্রুত সময়ের মধ্যে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে জানায় মামলার বাদি এসআই আব্দুল মমিন।
ডিবি—ওয়ারী বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরার সারুলিয়া পূর্ব বক্সনগর ঋষিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শোবার ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত তাসলিমা তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিল তারা বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. নাজমুল হোসাইন।