ফতুল্লায় এক শিক্ষানবিশ নারী আইনজীবি (৩৭)’কে যৌন নিপীড়ণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ঐ আইনজীবি বাদী হয়ে মজিবুর রহমান (৫২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানার নরসিংপুর সাকিনস্থ প্রাইমারী স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে।
মজিবুর একই থানাধীন মুসলিমনগরের মৃত চান মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাদী একজন শিক্ষানবিশ নারী আইনজীবী। সে সুবাদে সে তার চাচাতো ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত একটি মামলার তদারকি করে আসছিলো। সে কারণে অভিযুক্তরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। বৃহস্পতিবার দুপুর একটার দিকে বাদী তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রিক্সা দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত মজিবুর রহমান বাদীর ওড়না ধরে টান দেয়।
এর ফরে বাদী গলায় ও ঘাড়ে আঘাত পেয়ে রিক্সা থেকে নেমে পরে। এ সময় অভিযুক্ত মজিবুর রহমান বাদীকে জড়িয়ে ধরার চেস্টা করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এক পর্যায়ে বাদী ডাক চিৎকার করলে তার চাচাতো ভাবি জান্নাতুল খাতুন সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে মজিবুর রহমান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, যৌন নিপীড়নের দায়ে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীকে গ্রেফতারের চেস্টা করা হচ্ছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan