
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরায় মরিয়ম বিবি (৩০) নামে এক নারীর অর্ধবলিত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। শনিবার বিকেলে রাজাখালি এলাকার ড্রেজার মাঠ সংলগ্ন বিউটির বাড়ির পিছন থেকে বালুচাপা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। মৃত মরিয়ম বিবি রাজাখালি এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, লাল ময়না তদন্ত্রের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।