প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ-৪ আসনটি তারেক রহমানকে উপহার দিতে চান অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ দেশব্যাপী আওয়ামী লীগ ও তাদের দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য এবং হানাহানির প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুঁড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছর নারায়ণগঞ্জ-৪ আসন সন্ত্রাসীদের গডফাদারের ইশারায় পরিচালিত হয়েছিল। কিন্তু আগামীতে বিএনপি ভালো মানুষের রাজনীতি ফিরিয়ে এনে প্রমাণ করবে বাংলাদেশে কোনো গডফাদারের স্থান হবে না। এই আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তাই এই আসন থেকে শান্তির পতাকা তুলে আমরা তারেক রহমানের হাতে তুলে দেবো।’
নারায়ণগঞ্জ-৪ আসনকে ‘সৌভাগ্যের আসন’ উল্লেখ করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসন যে দল পায় সেই দলই সরকার গঠন করে। রাষ্ট্র ক্ষমতায় আসে। তাই আমরা তারেক রহমানকে কথা দিচ্ছি আগামী নির্বাচনে আমরা এই আসনটি জয়ের মধ্য দিয়ে তারেক রহমানকে উপহার দিতে চাই। এই আসনে জয় করেই তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো।
নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে মামুন মাহমুদ বলেন, ‘৫ আগস্টের পরেও আওয়ামী লীগের কিছু দোসর ঘাপটি মেরে আমাদের মাঝে লুকিয়ে আছে। তাদের অনেকের নামে মামলা হয়েছে এবং হচ্ছে। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরা আমাদের বাড়িতে থাকতে দেয়নি, আমাদের মা-বোনদের শান্তি দেয়নি, যারা গণ হত্যার জড়িত ছিল, চাঁদাবাজির সাথে জড়িত ছিল, যারা এ দেশ থেকে অর্থ পাচার করেছে, এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan