
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাখার যুগ্ন-আহবায়ক মামুন হোসাইনকে (৪১) গত ০৭ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখে দুর্বিত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
০৮ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফতুল্লা পূর্ব লালপুর(পাকিস্তানি খাদ) নিবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাখার যুগ্ন-আহবায়ক মামুন হোসাইনকে অত্যান্ত নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
আমরা মনে করি তার এই হত্যাকান্ড সারা দেশকে অস্থির করে তোলার লক্ষ্যে জনরোষে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং নারায়নগঞ্জে ঘাপটি মেরে থাকা তার জঙ্গি সংগঠনের সদস্যদের ষড়যন্ত্রেরই একটা অংশ। মামুন হোসাইনের হত্যার ঘটনায় এটাই প্রতীয়মান হয় যে ফ্যাসিস্ট আওয়ামী খুনী বাহিনী এখনো নীরব ঘাতক হিসেবে বিভিন্ন এলাকায় সোচ্চার রয়েছে। তার হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমরা সরকার এবং প্রশাসনের কাছে বলতে চাই যে, আপনারা অতিদ্রুত স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের হত্যাকারীদের খুজে বের করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন।
ফ্যাসিবাদের দোসরদের এই জাতীয় ভয়ংকর কর্মকান্ডের মূল উপরে ফেলার জন্য জুলাই-আগস্ট গনহত্যার বিভিন্ন মামলার চিহ্নিত আসামীদের গ্রেফতার করার ব্যবস্থা করুন। আমরা চাই, মামুনের মত আর কোনো তাজা প্রান যেনো ঝরে না যায়, আর কোনো পরিবার যেনো তাদের অবিভাবক অসময়ে না হারায়।
আমরা মামুন হোসাইনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সবার সাথে সহমর্মিতা জানাচ্ছি। তার রুহের মাগফেরাত কামনা করছি।