A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনে আসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতাদের সূত্রে এমন বার্তা জানা গেছে। বিগত বছরগুলোতে এই পূজামন্ডপে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। আওয়ামী লীগ সরকার পতনের পর এবারই প্রথম নারায়ণগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন বিএনপির মহাসচিব।

আগামী ৯ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শুরু হতে যাচ্ছে। দুর্গোৎসবে অষ্টমীতে বিএনপি মহাসচিব রাতের যে কোন সময়ে আমলাপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনে আসতে যাচ্ছেন। ইতোমধ্যে মহাসচিবের পক্ষ থেকে আসার ইঙ্গিত দিয়েছেন বলে হিন্দু নেতারা জানিয়েছেন।

নারায়ণগঞ্জে বিএনপির কোন অনুষ্ঠানে দলের মহাসচিব না আসলেও যুবদল কর্মী শাওনা হত্যার পর এসেছিলেন। ২০২২ সালের ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী শাওনের বাড়িতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন তৎকালীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ নেতারা।

গত ৬ সেপ্টেম্বর বন্দরে একদল সশস্ত্র দুষ্কৃতিকারী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার ৫ দিন পর গত ১১ সেপ্টেম্বর দলটির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব বিবৃতিতে আবু আল ইউসুফ খান টিপুর ওপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন।

আগের সংবাদ দেখুনযুবদল নেতার মৃত্যু
পরের সংবাদ দেখুনকালির বাজার মাংস পট্টিতে আগুন