
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের ৫ টি আসনে তাদের প্রার্থী চুড়ান্ত করেছে। গতকাল নারায়ণগঞ্জ মহানগর ও জেলার থানা আমীর ও কর্মপরিষদ সদস্যদের এক বৈঠকে এ তথ্য প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।
নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন মোল্লা। তিনি ইতিপূর্বে জামায়াতে ইসলামীর হয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন।
নারায়ণগঞ্জ-২, আড়াই হাজার থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপ্তারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলার সমাজকল্যাণ সম্পাদক।
নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁও উপজেলা থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভুইঁয়া। তিনি ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলেন।
নারায়ণগঞ্জ -৪, ফতুল্লা-সিদ্দিরগঞ্জ থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মাওলানা আব্দুল জব্বার। তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
নারায়ণগঞ্জ-৫, সদর-বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর ও জেলার দীর্ঘদিনের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ।
আগামী ৭ ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এ ঘোষণা দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান