
প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক নারায়ণগঞ্জের কৃতি সন্তান কুতুব উদ্দিন আকসির মৃত্যু বরণ করেছেন। তিনি বুধবার বিকাল ৩ টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৮৪ বছরের বর্ণিল জীবদ্দশায় তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডেও সাবেক পরিচালক, বাংলাদেশ স্যুটিং ফেডারেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট,নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের ৬ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এ ছাড়াও তিনি তোলারাম কলেজ ছাত্র সংসদের দুইবার সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মীথ সহসদস্যরা এই অগ্রজকে হারিয়ে অত্যন্ত মর্মাহত হয়েছেন ও গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনাসহপরিবারের সদস্যদো প্রতি সমবেদনা জানিয়েছেন।