
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার বিপুল ভোটে জয়ী হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুুদুর রহমান মাসুম।
এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা দশ বছর পর নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতিক দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মূল্যায়ণ করেছেন। নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিশাল ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থীকে হটিয়ে আব্দুল্লাহ আল কায়সারকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।
সেজন্য আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় মানুষ আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁকে ঢেলে সাজানোর জন্য নতুনভাবে কাজ শুরু করবেন। সাধারণ মানুষের কাছে তিনি প্রিয় ব্যক্তি হিসেবে সুপরিচিতি লাভ করবেন। আমরা সবসময় তার পাশে থেকে নবনির্বাচিত সাংসদ কাউসার ভাইকে সার্বাত্মক সহযোগীতা করে যাব।