
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর তীরে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় দুজনকে আটক করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএর মেঘনা ঘাট নদী বন্দরের উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। নদীর চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পর্যন্ত ১০০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।