নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
পুলিশকে মাদক নির্মুলের বিষয়ে জানতে চাইলে তারা সর্বদা বলে থাকেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অভিযানের পরিবর্তে পুলিশের এ শ্লোগানটি নিজেদের মাঝে সীমাবদ্ধ রাখার ফলে পরিবার, সমাজ, কিংবা প্রশাসন যেটাই বলেন না কেন দেশের প্রত্যন্ত অঞ্চল মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত হয়ে ভুগছে।
তেমনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের প্রতিটি মহল্লায় মনার বাড়ীর জামাল মিয়ার ছেলে কুখ্যাত মাদক কারবারি রফিকুলের নেতৃত্বে তালতলা, মনারবাড়ী, তুলাতলী, মালামত, রানী জি এলাকায় মাদকের আখড়ায় রুপান্তরিত হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, মদনগঞ্জ থেকে মদনপুর প্রধান সড়কের পাশে তালতলা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি থেকে শুরু করে বড় বড় অপরাধে লিপ্ত থাকেন এই সন্ত্রাসীরা।
এলাকাবাসী বলেন, মোকলেস মিয়ার ছেলে তাইজুল ইসলাম, নুরুল আমিনের ছেলে এনামুল হক, আঃ মজিদের ছেলে নজু ও রফিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া সহ ৫/৬ জনের একটি সংবদ্ধ দল সন্ধ্যার পরেই ঝোপঝাড়ে অবস্থান করে আর দেদারসে চালিয়ে যায় মাদক কারবার। আমরা কিছুই বলতে পারিনা, আমাদের বাড়ি ঘরের উপর হামলা করে। তাই ভয়ে আতঙ্কে আমরা কিছু বলিনা। এদের দমনে আইন থাকলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে এসে পুনরায় তারা আগের চেয়ে বেশি দাপটে চালিয়ে যাচ্ছে মাদকের কারবার।
এ বিষয়ে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমি শুরু থেকেই একশনে আছি, আমার ইউনিয়নে মাদক কারবারিদের স্থান নেই। পুলিশের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, ঐ এলাকাটি ঝুঁকিপূর্ন আগের থেকেই। তবে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে ঐ এলাকার একজন বড় মাদক কারবারি ছুক্কুকে ধরতে সক্ষম হয়েছি। এলাকাবাসীর সহযোগিতা পেলে বাকীগুলোকেও ধরবো।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan