
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ সদর থানাধীন আল-আমিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহরভুক্ত আসামী মো. সোহেল (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার জন্টু মিয়ার ছেলে। বৃহস্পতিবার র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রণ লিডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, ভিকটিম ও আসামীর সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে আসামী সোহেল বিভিন্ন ভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন আল-আমিন নগরের একটি ভাড়া বাসায় নিয়ে আসে। গত ২২ জানুয়ারি উক্ত স্থানে আসামী সোহেল ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে এবং ভিকটিমকে অজ্ঞাতনামা স্থানে ফেলে আসে। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।