
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: রাজধানীর ডেমরায় ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সী এক কলেজ ছাত্রী একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার ডেমরা থানায় অভিগোগ করলে মাহিম হোসাইন (২১) নামে একজনকে আটক করেন পুলিশ। গ্রেফতারকৃত মাহিম হোসাইন চাঁদপুরের হাইমচর থানার নয়আনি লক্ষীপুর গ্রামের মামুন শিকদারের ছেলে। ধর্ষণের শিকার মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।
ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, ডেমারায় খালার বাড়িতে থেকে একাদশ শ্রেণীতে পড়াশোনা করেন ভুক্তভোগী। ইতিপূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের এক পর্যায়ে মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। এদিকে ঘনিষ্টতা বাড়লে প্রায়ই লম্পট মাহিম ওই খালার বাসায় মেয়েটিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করতো। গত ২৬ নভেম্বর সকালে মাহিম ভুক্তভোগীকে ফুসলিয়ে ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জে নিয়ে একইভাবে একাধিকবার ধর্ষণ করে। পরে গত ২৭ নভেম্বর রাতে মেয়েটিকে তার খালার বাড়ির সামনে ফেলে চলে যায় ওই লম্পট।
ওসি আরও বলেন, এদিকে মেয়েটি গত ২৬ নভেম্বর রাতে বাসায় ফিরে না আসলে ভুক্তভোগীর মা তার বোনের বাড়িতে এসে মেয়েকে খোঁজাখুঁজি করেন। পরে মেয়ের বিভৎস চেহারা দেখে সব ঘটনা জেনে মাহিমের বিরুদ্ধে মামলা করেন।