
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জের সদর থানার গোগনগর ইউনিয়নের চরসৈয়দপুর এলাকার আলোচিত জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য দৌলত হোসেন হত্যা মামলায় আদালতে ১৬ জন আসামীর প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম এর আদালতে আসামিরা হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত দৌলত হোসেন হত্যা মামলায় ২৩ জন আসামী দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৯ মে ১৬ জন আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠায় এবং রিমান্ড আবেদনের শুনানি দিন ধার্য করে। আজ রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে সিআইডিতে থাকা পুনঃতদন্ত মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ,গত বছরের ২৬ জুলাই রাতে ঔষধ ক্রয়ের জন্য বাসা থেকে বের হয়ে সৈয়দপুরের সামনে সিএনজি দিয়ে পৌছামাত্রই আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।