A Top Ads

ডেমরা (ঢাকা) প্রতিনিধিঃ দৌড় সালাহ্উদ্দিন নামে খ্যাত ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিস্বারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নয়লা ইসলামকে শীতলক্ষ্যা নদিতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ ও ঝাড়– মিছিল করা হয়েছে।

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাহ্উদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যে এ হুমকির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলেও মিছিলে জানিয়েছেন তারা। তাদের দাবি-বিএনপি থেকে বহিস্কার না হওয়া পর্যন্ত দৌড় সালাহ্উদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মীরাসহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে রাজপথ বন্ধ করে দেবেন।

ঝাড়– মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। অথচ বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বর্তমানে সুসময় দেখে আবারও বিএনপি নেতাকর্মীদের কাঁধে চড়ে ঢাকা-৪ আসন ছেড়ে ঢাকা-৫ আসনে এমপি হওয়ার দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। তবে তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে।

তারা আরও বলেন, পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডারা আমাদের দলের নেতাকর্মীদের ঘুম খুনের হুমকি দিতো,আর এখন হুমকি দেয় দৌড় সালাউদ্দিন। দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে তিনি নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবে।

হুমকির শিকার নয়লা আক্তার বলেন, সদ্যই দৌড় সালাহ্উদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরন করেছেন। তার কথা না শুনলে এবং সময়মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙ্গে দেওয়ারও হুমককি দেন তিনি। এছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের পিন্স্রিপাল ড.নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন তার বক্তব্যে হত্যার হুমকি দিয়েছে।এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই আমি দলের হাই কমান্ডের কাছে দ্রুতসময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবি জানাই।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদিতে ফেলে দিয়ে হত্যার হুমকি দেন দৌড় সালাহ্উদ্দিন। এছাড়া তিনি বয়সের ভারে দলীয় নেতাকর্মীসহ শিক্ষকদের গালিগালাজ করেন। তার বিরুদ্ধে কলেজের শিক্ষকদের উপর হাত তোলার অভিযোগ রয়েছে। অথচ তিনি ঢাকা-৫ আসন এলাকার অধিবাসী নন। তিনি ঢাকাÑ৪ আসনের শ্যামপুর-কদমতলীর বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতাÑকর্মীরা নির্যাতিত হয়েছে বহুবার।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচীব তানভির আহম্মেদ রবিনকে একাধিকবার মোবাইল ফোনে ফোন করে তাদের পাওয়া যায়নি।

 

 

 

আগের সংবাদ দেখুনতেইশ পুলিশ কর্মকর্তা বদলি
পরের সংবাদ দেখুননাশকতার আসামী রাজু মুক্তিনগরে আত্মগোপনে