A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

দিনের পর দিন বাকিতে সদাই নিয়ে বকেয়া টাকা না দিয়ে আবারও বাকি নিতে গেলে পূর্বের বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে আহত করে দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোনারগাঁও উপজেলার কাচঁপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকায়। এ ঘটনায় সন্ত্রাসী হামলায় আহত নারী সোনিয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সোনিয়া আক্তারের স্বামী মো. আলম বড় চেঙ্গাইন এলাকায় তাদের বসত বাড়ীর সামনে একটি মুদি দোকান দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। বড় চেঙ্গাইন এলাকার আঃ রহিমের ছেলে অপু দীর্ঘদিন যাবত আলমের দোকান থেকে বাকিতে সদাই নেয়ায় চার হাজার টাকা বকেয়া হয়। উক্ত বকেয়া টাকা চাইতে গেলেই টাকা না দিয়ে দোকানদার আলমকে অপু বিভিন্ন ভাবে হুমকি দেয়। সর্বশেষ গতকাল রাত আনুমানিক ৮টার দিকে দোকানের সামনে অপুকে দেখতে পেয়ে বকেয়া টাকা আলম চাওয়াতেই অপু ক্ষিপ্ত হয়ে আলমের সাথে তর্ক করে।

এসময় আলম চুপ হয়ে যাওয়ায় অপু চলে যায়। এ ঘটনায় ১৫ মিনিট পর অপু তার সাথে আঃ মতিনের দুই ছেলে সুমন ও সোহাগ সহ ৫/৬ জন লোক সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দোকানদার আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আলমের মুদির দোকানে প্রবেশ করে আলমকে আসামীরা এলোপাথারীভাবে মারধর করে। এসময় তারা আলমের একটি স্যামসাং মোবাইল এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়।

এসময় আলমকে উদ্ধারের জন্য তার স্ত্রী সোনিয়া আক্তার এগিয়ে গেলে আসামীরা সোনিয়াকে এলোপাথারীভাবে মারধর করে। একপর্যায়ে অভিযুক্তরা সোনিয়ার গায়ে থাকা জামা-কাপড় টানা-হেচড়া করে শ্লীলতাহানী করে।

আসামীরা তাদের মুদির দোকান হইতে চাল, ডাল, আটা, চিনি, গুড়ো দুধ, সিগারেট সহ অন্যান্য বিভিন্ন প্রায় আশি হাজার টাকার মালামাল নিয়ে যায়। আসামীরা দোকানে ভাংচুর করে প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পরে আহত আলমকে গুরুতর অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে দোকানদার আলম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগের সংবাদ দেখুনবাবুর্চি বিল্লাল হত্যা মামলায় গ্রেফতার ৩
পরের সংবাদ দেখুনঅনুমতি ছাড়াই মেলায় দোকান-পাট