
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে ব্রাজিলে ফিরেছেন নেইমার জুনিয়র। আর বাড়িতে ফিরেই জমকালো একটি পার্টি দিলেন এই কিংবদন্তি। খবর মার্কার।
ব্রাজিলের গণমাধ্যম ফোলহা দা সাওপাওলো জানিয়েছে, ‘পরাজয়ের গ্লানি ভুলতে বোনের বাড়িতে পার্টির আয়োজন করেন দ্য ফেনোমেনন। ‘
এতে অংশ নিয়েছেন নেইমারের ব্রাজিলদলের টিমমেট অ্যান্টনিসহ আরও অনেক তারকা। সঙ্গীতশিল্পী জাওয়া গোমেজও অংশ নিয়েছেন এই পার্টিতে।
দলের শোচনীয় হারের পরও নেইমারের এমন আয়োজনে বিরক্ত অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘এই ব্যক্তি জাতীয় দলে খেলার যোগ্যতা হারিয়েছে। ‘
অন্য একজন লিখেছেন, ‘মানসিকভাবে সুস্থ থাকার জন্য সময়োপযোগী পার্টি এটি। ‘
তবে এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া আসেনি নেইমারের তরফ থেকে।