
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ মাতুয়াইল শহরপল্লী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছেন র্যাব-৩ এ সময় তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার চাকু ও সহ ৪ টি স্টীলের চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্প্রতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মাতুয়াইলের জিরো পয়েন্টের আশরাফ আলী রোড এলাকায় বসবাসরত বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শাহিন মিয়া , একই এলাকায় বসবাসরত বরিশালের বানারীপাড়া থানার সাত বাড়ীয়া গ্রামের সুমন মল্লিকের ছেলে এহসানুল হক ইমন, চাঁদপুরের কচুয়া থানার মেঘদার ফালাকা গ্রামের জিলানী মোল্লার ছেলে মাসুম মোল্লা, বরিশালের হিজলা থানার বাউশিয়া গ্রামের বাচ্চু মীরের ছেলে তুহিন মিয়া ও মাতুয়াইল জিরো পয়েন্ট আশরাফ আলী রোডের বশিরের বাড়ির ভাড়াটিয়া মো.সুজন গাজীর ছেলে রাহুল গাজী।
ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ডেমরা থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় পথচারী, প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজি’র যাত্রীদের সুযোগ বুঝে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।