নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফেনী লায়ন্স পরিবারের উদ্যোগে লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরীর সার্বিক সহযোগিতায় ফেনী ট্রাংকরোড শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দিরে খাদ্য, কাপড় ও সেলাইমেশিন বিতরণ করা হয়। সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, জেলার ও ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, লায়ন শাহাদাৎ হোসেন, পিএমজেএফ ,দ্বিতীয় ভাইস জেলা গভর্নর, জেলা ৩১৫ বি২, বাংলাদেশ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan