A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: তিনজন দুস্থ, অসহায় নারীর সহায়তায় এগিয়ে এলেন দেশজুড়ে মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিত প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে পৃথক পৃথকভাবে অনুদানের চেক তুলে দেন তিনি।

নাছিমা আক্তা, যিনি মিজিমিজি, সিদ্ধিরগঞ্জের আটি আব্দুর করিমের বাড়ির বাসিন্দা। স্বামীহারা এই সাহসী নারী দুই সন্তানের জননী, যিনি জীবিকার তাগিদে অটো চালিয়ে সংগ্রাম করে চলেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের প্রতি সম্মান জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নাজমা বেগম, যিনি কুতুবপুর, ফতুল্লার বাসিন্দা এবং দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়, যা তাঁর সুস্থতার পথে কিছুটা হলেও সহায়ক হবে।

সানজিদা ইসলাম, যিনি বন্দর থানার চরঘারমোরা এলাকার বাসিন্দা। এক সন্তানের জননী সানজিদার জীবন সংগ্রাম আরও কঠিন, কারণ তাঁর স্বামী তাঁকে পরিত্যাগ করেছেন। সন্তানকে নিয়ে একা লড়াই করা এই মায়ের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসন তাঁকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করে, যাতে তিনি কিছুটা স্বস্তি পান এবং জীবনের কঠিন পথ চলায় শক্তি অর্জন করতে পারেন।

এসময় জেলা প্রশাসক বলেন, যেসকল নারীরা উদ্দমী হয়ে সংগ্রামী জীবন যাপন করে আগামীর পথ পাড়ি দিচ্ছেন তাদেরকে মন থেকে অভিবাদন জানাই। পাশাপাশি জেলা প্রশাসন তাদের পাশে সবসময়ই এগিয়ে আসে। তিনি বলেন, মানুষকে সহযোগীতা করে মনে তৃপ্তি পাই। আমার এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

আগের সংবাদ দেখুনবৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টায় আসামী ওসমান গ্রেফতার
পরের সংবাদ দেখুন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে ঘীরে সংঘর্ষ, গুলি আহত-২০