নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে পৃথকভাবে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকাÑ৫ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান মোল্লা সজল ও ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন, বিপিএম-সেবা। শনিবার সকালে ডগাইর রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে ও রাতে স্টাফ কোয়ার্টার এলাকায় পৃথকভাবে তারা শীতবস্ত্র হিসেবে ৬ শতাধিক কম্বল বিতরণ করেন।
ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রঞ্জু মন্ডল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকেয়া আফরোজের সঞ্চালনায় শনিবার সকালে এমপি সজল ৩ শতাধিক প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটির অন্তর্ভুক্ত দুস্থ ও প্রতিবন্ধীদের সাথে আলোচনা সভা করে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে শনিবার রাতে স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকায় ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় ওয়ারী বিভাগের ডিসি মো. ইকবাল হোসাইন আড়াই শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে থাকবে বলে এদিন আশ্বাস দেন ডিসি ইকবাইল হোসাইন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan