নারায়ণগঞ্জে দুস্থদেরে মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। শনিবার ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে অসহায় দুস্থরা দুহাত তুলে বসুন্ধরা পরিবারের জন্য দোয়া করেন।
কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ লুৎফুন্নেছা লাভলী।
লুৎফুন্নেছা বলেন, কালের কণ্ঠ শুভসংঘ সবসময় শুভকাজ করে যাচ্ছে। আর এতে পৃষ্ঠপোষকতা করছেন বসুন্ধরা গ্রুপ। তাঁদের এই কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সিনিয়র সহসভাপতি রঞ্জিত মÐল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন, যুগ্ম সম্পাদক আনন্দ দাস, সিনিয়র সদস্য লিটন চন্দ্র পাল, উত্তম সাহা, আল মামুন, সুমন চন্দ্র দাস, সাখাওয়াত হোসেন, দিলীপ দাস, আমীর হোসেন, মনির হোসেন ও কালের কণ্ঠর জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan