A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ: রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে নিহত হয়েছেন চালক ও হেলপাড় ।নিহত দুজন হলেন ট্রাকের চালক ও তার হেলপার।

জানা গেছে,  রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী  ঘটনার সময়  ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

আজ ভোরে মহেশপুর থেকে মালবাহী ওই ট্রাক যশোরে আসছিল। রকেট মেইল নামে ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। এ সময় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ের ব্যারিয়ার তোলা ছিল। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় সম্মুখভাগ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই এর চালক ও হেলপার নিহত হন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগের সংবাদ দেখুনঘন কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ দৌলতদিয়া ও পাটুরিয়া এলাকায়
পরের সংবাদ দেখুনগণসংযোগ ও পথসভায় ব্যাপক সাড়া পাচ্ছেন ওয়ালিউর রহমান খাঁন