
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদের পর এবার বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ দুদকের জালে পড়েছেন।
মঙ্গলবার দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মনোয়ারুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ইউনিয়নের সাবেক সচিব ইউসুফ ও বর্তমান সচিব শামীম মিয়াকে আসামি করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, মামলায় ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ৩৩ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এছাড়াও জালিয়াতির মাধ্যমে একই ব্যক্তির নামে দুটি জন্ম নিবন্ধন আইডি সরবরাহ ও নিবন্ধনের ক্ষেত্রে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে এহসান উদ্দিন জাগো নিউজকে বলেন, এ কাজ আমার সচিবরা করেছে। তাদের কারণে আমাকে ফেঁসে যেতে হয়েছে। আমি তাদের বিশ্বাস করেছিলাম তারা আমার সঙ্গে জালিয়াতি করেছে।
দুদকের জেলা উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বলেন, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, সাবেক সচিব ইউসুফ ও বর্তমান সচিব শামীমকে আসামি করে এ মামলা করা হয়েছে।