A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক। রোববার (৪ মে) বিকেলে শহরের মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন-দৈনিক উজ্জীবিত বাংলাদেশ’র বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটোসাংবাদিক হাবিব খন্দকার।

হামলার পর অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন (৬০) নামে এক হামলাকারীকে আটক করে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত মিলন বিশ্বাস হৃদয় বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের ‘প্রতিরোধ স্তম্ভ’ রয়েছে। এই প্রতিরোধ স্তম্ভকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট, বালু, পাথরের ব্যবসা করে আসছে। প্রতিরোধ স্তম্ভ দখল করে কারা ব্যবসা করছে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ফটো সাংবাদিক হাবিব খন্দকারকে সঙ্গে নিয়ে সেখানে যাই।

তিনি আরও বলেন, প্রতিরোধ স্তম্ভের সামনের ছবি তুলে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন, জাকির হোসেনসহ অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমরা নিজেদের পরিচয় দেওয়ার পরও তারা হামলা বন্ধ করেনি। উল্টো আমাদের মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ভেঙ্গে দোকানে আটকে রাখে। সহকর্মীরা খবর পেয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, অফিসের অ্যাসাইনমেন্ট কাভার করতে যাওয়ার পর আমার দুই সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। যার নেতৃত্বে হামলা করেছে সেই সালাউদ্দিন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ক্যাডার ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যার মামলা রয়েছে। দুই দিন আগে সেই মামলায় জামিনে বের হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হামলার ঘটনায় আমরা একজনকে আটক করেছি। সেইসঙ্গে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জে দুই যুবককে মারধরের ভিডিও ভাইরাল
পরের সংবাদ দেখুনসোনারগাঁয়ে লিচুর বাম্পার ফলন