
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:ঢাকাচট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে^ রবিবার গাড়ি চাপায় দুই মোটর সাইকেল সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) ও পাবনার সোজা নগরের তালিম নগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একেএম শরফুদ্দিন জানান, মোটর সাইকেল যোগে দুইজন মোটর সাইকেল আরোহী ঢাকার উদ্দেশ্য যাওয়ার পথে একটি অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি স্বজোড়ে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনার পরপরই ঘাতক গাড়ি চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নি। তবে ঘটনার সাথে জড়িত চালককে খুজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।