নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বায়ু দূষণের দায়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় ৩৪৬টি যানবাহন হতে মোট ৮ লক্ষ ৫৯ হাজার ৬ শত টাকা এবং ২৭৩টি প্রতিষ্ঠানকে মোট ৫৭ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বায়ু দূষণ বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিশেষ মোবাইল কোর্ট অভিযানে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ২৬৫টি প্রতিষ্ঠান হতে মোট ৩৯ লক্ষ ১১ হাজার টাকা, যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষনের দায়ে ৩৪৬টি যানবাহন হতে মোট ৮ লক্ষ ৫৯ হাজার ৬ শত টাকা, অবৈধ ইটভাটা পরিচালনা করে বায়ুদূষণের দায়ে ৬টি ইটভাটা হতে ১০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ, একটি সীসা ভাট্টির কার্যক্রম বন্ধ এবং ৪টি স্টিল কারখানা হতে ৮ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan