নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁয়ে আলোচিত দুই ভাই হত্যাকারীদের ফাঁশির দাবীতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাচঁপুর নয়াবাড়ী এলাকায় শত শত গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দুই ভাইয়ের খুনিদের ফাঁশি দাবি জানান।
এসময় ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম ঘটনাস্থলে গিয়ে আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত রোববার দুপুরে সোনারগাঁওয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধিন রয়েছে।
স্বজনদের দাবী, এমন লোমহর্ষক হত্যার ঘটনায় এখনো মূল আসামীদের গ্রেফতার হয়নি। অনতিবিলম্বে দুই ভাইয়ের খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দন্ডিত করা হোক।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan