
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আর উঠেনি এক যুবক। ওই যুবকের নাম আরিফ হোসেন। নিখোঁজ আরিফ হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের বাগান বাড়ি এলাকার সোবহান মিয়ার ছেলে। তিনি আদমজী ইপিজেটের সিম্বা নামের একটি গার্মেন্টসের অপারেটর ছিলেন। আজ দুই দিন হলেও সন্ধান মিলেনি ওই গার্মেন্টস কর্মীর।
নিখোজের বন্ধু পারভেজ মিয়া জানান, সকালে দুই বন্ধু একসাথে নদী গোসল করতে নেমেছিলাম। এক সাথে ডুবও দিয়েছিলাম তবে আমি উঠলেও সে ডুব দিয়ে আর উঠে নি।
নিখোঁজের পর থেকে দুদিন ধরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আজ দুইদিন ধরে অভিযান চালানো হচ্ছে।
\
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরন মিয়া জানান, নিখোঁজের খবর পাওয়ার পরই আমরা নারায়ণগঞ্জ নৌ-ফায়ার সার্ভিসের কাছে জানিয়েছি। মূলত নৌ-পথে কোনো দুর্ঘটনা ঘটলে তারাই কাজ করে। নিখোঁজের সন্ধানে তাদের ডুবুরি কাজ করছে।
কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহসিন হোসাইন বলেন, ‘এখনো পর্যন্ত নিখোঁজের খোঁজ মেলেনি। আমরা এবং ফায়ার সার্ভিস যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।