নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বন্দরে পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ক্যাপ রোমান নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক মদনগঞ্জ এলাকার আদু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ অনিক ও রোমান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহত রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় রোমান নামে এক যুবক নিহত হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan