A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি এলাকা থেকে অপহরণের শিকার ১৭ বছর ও ১৩ বছরের দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, ১৭ মার্চ সোমবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ১৭ বছরের কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা ও ১৩ বছরের কিশোরীকে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই। উদ্ধারকৃতরা মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নেছারিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে অপহরণের শিকার হন ১৭ বছরের কিশোরী। পরবর্তীতে এ ঘটনায় নরসিংদী এলাকার বেনু মিয়া (৩৩), আখি (২৫), সানিয়া (২০), ফুল মিয়া (৫০), আওয়ালের (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে কিশোরীর বাবা মো. আনোয়ার হোসেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন ১৩ বছরের কিশোরী। পরবর্তীতে এ ঘটনায় শাহপরান (২৩), শারমিন (২৯), ইব্রাহিম (৩৫), ফাতেমা (৩২), কবির (৩৮), হাজেরা (৩০), আমেনা (৩৫), মনির হোসেন মনু (৫৮) সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে কিশোরীর মা আদালতে মামলা দায়ের করেন।

facebook
TwitterTweet
FollowFollow us
আগের সংবাদ দেখুননারীসহ দশ আরাকান রোহীঙ্গা স্যালভেশন আর্মি সদস্য গ্রেপ্তার
পরের সংবাদ দেখুনধর্ষণকারীদের প্রকাশ্যে গুলি করে মারতে হবেঃ পারভীন আক্তার