
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার গীন এন্ড ক্নিন কর্মসূচির প্রতি উদ্বুদ্ধ হয়ে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার পক্ষ থেকে তারাবো পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এস কে শাহীন প্রধানের নেতৃত্বে কয়েক হাজার চারা গাছ সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে ও বৃক্ষরোপণ কর্মসূচির আজ সকালে উদ্বোধন করেন। বৃক্ষরোপণ কর্মসূচির আগে তারাবো পৌর এলাকার গন্ধবপুর তালতলা এক আলোচনা এবং মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসমিম হক ওসমান, তারাবো পৌর বিএনপি’র সহ-সভাপতি আশরাফুল আলম সিরাজী রাসেল, তারাবো পৌর বিএনপির সেক্রেটারি হাফিজুর রহমান পিন্টু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইয়ার হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক আলতাব হোসেনসহ শত শত বিএনপির নেতা কর্মীরা।