
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর হত্যা মামলার অন্যতম আসামী মনির হোসেন ওরফে শালা মনির দিব্যি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে ওই সন্ত্রাসী ঘুরাফেরা করায় সাধারণ মানুষের মাঝে ফের আতংক বিরাজ করছেন। আবারো শান্ত আদমজী-কদমতলী এলাকাটিকে অশান্ত করতেই তিনি মাঠে নেমেছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
জানাগেছে, কদমতলী কলেজপাড়া এলাকার মৃত: জমির হোসেন এর ছেলে মনির হোসেন ওরফে শালা মনির। র্যাব, পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী গোলাম মোহাম্মদ গুলুর শ্যালক মনির হোসেন ওরফে শালা মনির আবারো এলাকায় ফিরে আসায় ওই এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
খুন, ডাকাতি,ছিনতাই, লূটপাট, রাহাজানি, নারী ধর্ষণ থেকে শুরু করে সকল অপকর্মের মূল হোতার নিয়ন্ত্রক মনির হোসেন ওরফে শালা মনির। তার একটি শক্তিশালী বাহিনী রয়েছে। এই বাহিনীর মাধ্যমে এলাকায় ফের জমি দখল, ইপিজেট ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন মনির ওরফে শালা মনিরবাহিনীর সদস্যরা।
জামায়াত বিএনপির দূর্ধর্ষ ক্যাডার মনির ওরফে শালা মনির আদমজীতে সাগর হত্যা মামলার এজহারভুক্ত দুই নাম্বার আসামী। দীর্ঘ দিন এলাকাছাড়া থাকলেও ফের এলাকায় এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতংক ও উৎকন্ঠা বিরাজ করছেন।
নাম প্রকাশ অনিচ্ছুক কদমতলী এলাকার এক বাসিন্দা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, কদমতলীতে আবারো অস্ত্রের ঝনঝনানি শুরু করতে মনির হোসেন ওরফে শালা মনির এলাকায় ফিরে এসেছেন। এ ধরণের শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে এলাকায় এসে ত্রাসের রাজত্ব কায়েম করেন তার আমাদের বোধগম্য নয়। আমরা চাই দ্রুত প্রশাসনের তালিকাভুক্ত আসামী মনির হোসেন ওরফে শালা মনিরকে দ্রুত গ্রেফতার করে এলাকাবাসীর মাঝে শান্তি ফিরিয়ে দিবেন প্রশাসনের উর্ধ্বতন কর্তাব্যক্তিরা।
আবু তালেব নামে কদমতলী এলাকার এক বাসিন্দা জানান, শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন ওরফে শালা মনির ফিরে এসেছে। এলাকায় আবারো চুরি,ছিনতাই, লুটপাট, ইভটিজিং বাড়তে শুরু করেছে। এই শালা মনির বাহিনীর অত্যাচারে দিশেহারা কদমতলী বাসি এই বাহিনীর কাছ থেকে মুক্তি চায়। মানুষের সম্পদ, জানমাল মাল ও অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করাই ওদের কাজ। মনির হোসেন ওরফে শালা মনিরের কাছ থেকে মুক্তি পেতে সরকারের কাছে দবি জানান ওই এলাকার সাধারণ মানুষ।
আকলিমা খাতুন নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, খুন, সন্ত্রাসী, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বহু অপরাধের মূল হোতা মনির হোসেন ওরফে শালা মনির এলাকায় এসে আবারো প্রভাব বিস্তার করতে চেষ্টা করছেন ।
করিম মিয়া নামে এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মনির হোসেন ওরফে শালা মনির আবারো এলাকায় ফিরেছে। পাড়া মহল্লার অলিতে গলিতে উঠতি বয়সী যুবকদের দিয়ে বিভিন্ন অপরাধ করাচ্ছে শালা মনির বাহিনীর প্রধান মনির হোসেন।
আদমজী ইপিজেটে কাজ করা এক শ্রমিক জানান, আদমজী ইপিজেট দখল নিতেও পায়তারা শুরু করেছেন মনির হোসেন ওরফে শালা মনিরের বানিহী। র্যাব, পুলিশর হাতে একাধিকবার গ্রেফতার হওয়া মনির হোসেন ওরফে শালা মনির দীর্ঘদিন আত্ম গোপনে থেকে আবারো ফিরে আসায় আমরা সাধারণ শ্রমিকরাও ভয়ে আছি। আল্লাহ জানে কখন কি হয়।
স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্যই বিএনপি জামাতের তালিকাভুক্ত আসামীদের এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে মনে করেন তারা। এদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী ও দাগী আসামী মনির ওরফে শালা মনির। এসকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মনির হোসেন সাগর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। সে এলাকায় এসে কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।
র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ন র্যাব-১১ এর অধিনায়ক লে:কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, একাধিক মামলার দাগী আসামীদের আমরা সবসময় নজরে রাখছি। যে কোন সময় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।