A Top Ads

সোনারগাঁও উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় ঠিকাদাররা তার বিরুদ্ধে ফুসে উঠেছে। যেকোন মূহুর্তে বড় ধরণের সাংঘর্ষিক ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। তাকে দশ পার্সেন্ট ঘুষ না দিলে কোন ফাইল সই করেন না বলে অভিযোগ ঠিকাদারদের।

ঠিকাদার ও ভুক্তভোগীরা জানান, সোনারগাঁ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার যোগদান করার পর থেকেই ঠিকাদারদের বিভিন্নভাবে জিম্মি করে দশ পার্সেন্ট হারে ঘুষ আদায় করছেন। তার দাবিকৃত উৎকোচ প্রদান না করলে ফাইল আটকে রেখে তালবাহানা করতে থাকেন। ঘুষ ছাড়া সে ফাইলে স্বাক্ষর করেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, পিআইও আব্দুল জব্বার যোগদানের পর থেকে ঠিকাদারদের নানাভাবে হয়রানি করে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। শুধু তাই নয়, অফিসের স্টাফদের নামেও অতিরিক্ত টাকা আদায় করছেন তিনি। তার অত্যাচারে অনেক ঠিকাদার ঠিকাদারি ছেড়ে দিয়েছেন। তিনি আরো বলেন, আমরা সকল ঠিকাদার একত্রিত হয়ে মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। অবিলম্বে এ দূর্ণীতবাজ কর্মকর্তার অপসারণের দাবি জানান তিনি।

বারদী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চেঙ্গাকান্দী এলাকার চাঁন মিয়া বাড়ি হতে ঐ এলাকার ঈদগা পর্যন্ত রাস্তা সংস্কারের ঠিকাদারি কাজ পায় বারদী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ইসমাইল সরকার রোমান। এ কাজের বরাদ্ধ হয় ৩ লক্ষ টাকা। কিন্তু সংস্কারের নাম মাত্র কাজ করে বিল উত্তোলন করে নেন এই ইউপি সদস্য। এতেও পিআইও জব্বারের আতাত রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনারগা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জাব্বার জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি অতিরিক্ত হারে টাকা আদায় করিনি।

সোনারগা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম (ইউএনও) জানান, ঠিকাদারের কাছ থেকে অতিরিক্ত হারে কোন কর্মকর্তা অতিরিক্ত টাকা আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনারগা উপজেলা চেয়ারম্যান এড. সামছুল ইসলাম ভূইয়া জানান, ঠিকাদারদের কাছ থেকে অতিরিক্ত উৎকোচ নেওয়ার বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আগের সংবাদ দেখুনপার্লার কর্মী ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার
পরের সংবাদ দেখুন১২ কেজি গাঁজা সহ গ্রেফতার ২