
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় দুই পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর মৌজায় নয়াপুর বাজারে ৩৭ শতাংশ জমি রেলওয়ের কাছ থেকে ২০১০ সালে লীজ নেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম সরকার। পরে বিগত সরকারের আমলে এ লীজকৃত জমি আতিকুর রহমান ও শামিম বাহিনী জোরপূর্বক দখলে নেয়। ওই জমি গত বুধবার দখলে নিতে গেলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন বিএনপি নেতা সেলিম সরকার, সালমান মিয়া ও নজরুল, এসময় পক্ষের জসিম উদ্দিন, আতিকুর রহমান ও রাসেদুল ইসলাম শামীম আহত হয়।
এ বিষয়ে গত রোববার দুপুরে নয়াপুর এলাকায় সংবাদ সম্মেলন করেছেন সেলিম সরকার। তিনি বলেন, আমার লীজকৃত জমিতে আমি কাজ করতে যাওয়ায় আতিকুর বাহিনী আমাকে সহ তিনজনকে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
এমনকি তারা থানায় গিয়ে আমার নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করে আমার সম্মান হানী করেছে। আমি বিগত ১৭ বছরে বিএনপির রাজনীতি করতে গিয়ে ২৭ টি মামলার আসামী হয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তিনি বলেন, আমার ব্যক্তিগত জমি সংক্রান্ত বিষয়ে বিবাধকে কেন্দ্র করে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমার প্রতি এটা অবিচার করা হয়েছে।