A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া আচরণ বিধি মানছেন না স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ। একজন প্রার্থীর পক্ষে সভা সমাবেশ করে নির্বাচনে জয়ী করতে ভোট চাইছেন তিনি । নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করছেন অন্যান্য চেয়ারম্যান প্রার্থী ও ভোটাররা। তবে দলীয় হাই কমান্ডের নির্দেশ কোনভাবেই মানছেন না তিনি।

জানাগেছে, গত বৃহস্প্রতিবার আড়াইহাজার পৌরসভার কার্য্যালয়ে একটি সভা করেন তিনি। ওই সভায় অংশ গ্রহন করেন আড়াইহাজার পৌরসভার মেয়র,পৌর কাউন্সিলরগণসহ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। ওই সভায় উপস্থিত সকলকে এক হয়ে সাইফুল ইসলাম স্বপন নামে এক প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন তিনি।

এর আগে ৪ মে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আরো একটি বর্ধিত সভা করেন তিনি। এসময় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে ঘোড়া প্রতিকে ভোট চান তিনি। এছাড়া খাগকান্দা এলাকায় ওই প্রার্থীর পক্ষে ভোট চান তিনি। সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার কালাপাহাড়িয়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, আপনারা যা চেয়েছেন আমি আপনাদের তা দিয়েছি। আপনারা (ঘোড়া প্রতিক)কে ইঙ্গিত করে বলেন, আপনারা ওই মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। তাহলে কালাপাহাড়িয়ার ইতিহাস স্বর্নাক্ষরে লেখা থাকবে। অথচ উপজেলা পরিষদ নির্বাচন আইনে নির্বাচন বিধিমালার ধারা (২২)এ বলা হয়েছে সরকারি সুবিধাভোগী ইতিগুরুত্বব্যক্তি নির্বাচনী প্রচরনায় বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নয়জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত কলম), উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সুজন ইকবাল (আনারস) প্রতিক এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন (ঘোড়া) প্রতিকে প্রতিদন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাংসদের দুইজন পছন্দের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটাররা বলছেন, বিএনপি ও অন্যান্যদল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার আওয়ামীলীগের প্রার্থীরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনে যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ু ও প্রভাব মুক্ত হয়। সেজন্য স্থানীয় সংসদ সদস্যদের কোন প্রার্থীর পক্ষে সমর্থণ ও ভোট প্রার্থীরা না করার নির্দেশ দেন। নির্দেশ দেওয়ার পরও আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম বাবু কোন অবস্থাতেই নির্দেশ অমান্য করে সাইফুল ইসলাম স্বপনের পক্ষে সভাসমাবেশ করে প্রতিনিয়তই ভোট চাইছেন। এতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করছেন। তারা বলেন, সাইফুল ইসলাম স্বপন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য রুবেল মাহমুদ হত্যার প্রধান আসামী ছিলেন। এছাড়া তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ণ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে পরাজিত হন। তার পক্ষেই সভা করে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন হুইপ নজরুল ইসলাম বাবু। সাংসদ নজরুল ইসলাম বাবুর সভা সমাবেশ করে ভোট চাওয়ার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, এগুলো মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথা। তবে সংসদ সদস্য উপজেলা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা সেমিনারে যোগ দিয়ে একজন প্রার্থীর পক্ষে ভোট চাইছেন এমন ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

নারায়ণগঞ্জ-২আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জানান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দলীয় বিভিন্ন সভাসেমিনারে বক্তব্য রাখছি। কারো পক্ষে কোন ভোটা চাইছি না।

একজন প্রার্থীর পক্ষে সভা সমাবেশ করে সংসদ সদস্য ও সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, সভা সমাবেশ করে একজন প্রার্থীর পক্ষে কোন সংসদ কোন অবস্থাতেই ভোট চাইতে পারে না। এটা নির্বাচন আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে গত ৩০ মার্চ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবে না। ‘আমি সংসদ সদস্য, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করবো, আমার একজন থাকবে তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত করবো, এটা হতে পারবে না। যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না।’ সেতুমন্ত্রী আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই কথা জানান। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যিনি আচরণ বিধি লঙঘন করবেন লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আগের সংবাদ দেখুনআচারণ বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচারনায় এমপি বাবু
পরের সংবাদ দেখুনকারাগারে সাবেক এমপি গিয়াস