সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: রাজধানীর ডেমরায় এক দন্ত চিকিৎসককে বেধরক পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ বিষয়ে বুধবার বিকেলে ডেমরা থানায় একটি লিখিত অৃভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
লিখিত অভিযোগে জানাগেছে, দুপুরে আমতলা সফুর উদ্দিন মার্কেট এলাকায় দন্ত চিকিৎসক আলামিন ভুইয়ার সাথে একই এলাকার শাহিন মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে শাহিন মিয়ার নেতৃত্বে আমজাদ হোসেন, আনোয়ার হোসেন ও মেহেদী হাসানসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে তাকে বেধরকভাবে পিটিয়ে আহত করেন। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আসাদুজ্জামান নূর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
তাং ১৩-১২-২০২৩
মোবা: ০১৮১৯-০৩০৭৯৩
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan