
বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করতে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বাস্তবায়ন করতে হলে,আওয়ামীলীগকে টিকিয়ে রাখতে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হলে তৃনমুলকে মূল্যায়ন করে দলকে পূনর্গঠন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম। তিনি তার ফেইসবুক স্ট্যাসে একটি বার্তা লিখেছেন যা হুবহু তুলে ধারা হলো।
শোকের মাসের প্রথমেই মহান সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি ১৫ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে জান্নাত বাসী করুন। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী, এই শোকের মাসে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের কোটা আন্দোলনের নামে সাধারণ ছাত্রদেরকে বিপদে ফেলে তাদের আন্দোলনের উপর ভর করে জামাত শিবির বিএনপি দেশজুড়ে যে তান্ডব চালিয়েছে সেখানে দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের অবস্থান কি ছিলো আপনি ভালো জানেন।
যে সমস্ত সরকারি দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আজকে হুমকি দমকি দিচ্ছে মিথ্যাচার করছে তাদের চাকরির জন্য কোন নেতা কোন সংসদ সদস্য ও মন্ত্রী সুপারিশ করেছে এর তদন্ত করা প্রয়োজন। গত কিছু দিন পূর্বেও মনে হয়েছে এদেশে আওয়ামী লীগের বাইরে কোন দলই নেই। সবাই আওয়ামী লীগের মানুষ। কিন্তু বাস্তবতা ভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী। তাই আপনার কাছে বিনিত অনুরোধ, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে,আওয়ামীলীগকে টিকিয়ে রাখতে হলে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হলে তৃনমুলকে মূল্যায়ন করে দলকে পূনর্গঠন করতে হবে।
আপনার দলের কেন্দ্রীয় প্রোগ্রামে ঠাসাঠাসি করে কেমেরার সামনে বসে হয়তো চেহারা দেখিয়েছে আপনাকে কিন্তু মাঠে তারা ছিলো কিনা কিংবা তাদের লোক ছিলো কিনা একটু তদন্ত করলেই জানতে পারবেন। মহান সৃষ্টি কর্তার সাহায্যে ও রহমতে আপনিই সকল সমস্যা মোকাবিলা করে বার বার দলকে বাচিয়ে যাচ্ছেন তা একদম তৃনমুলও জানে ও বুঝে। যারা কেন্দ্রীয় অফিসে বসে কেমেরার সামনে ঠাসাঠাসি করে বসে আছে কেন্দ্রীয় পোস্ট নিয়ে তাদের চেয়ে দলে আমাদের তৃনমুলের অবদান কম না মাননীয় প্রধানমন্ত্রী।
এখনো আমরা তৃনমুল হয়ে যা করতে পারবো আপনার নির্দেশ পেলে ওরা কেন্দ্রীয় নেতা হয়েও তা করার ক্ষমতা রাখে না ও তাদের সেই সাংগঠনিক অবস্থা নাই মাতৃতুল্য প্রিয় নেত্রী। যদিও আমাদের মত হাজারো তৃনমুলের নামও আপনি জানেন না। আমরা আপনাকে ভালবাসি এতেই আমাদের শান্তি। সবশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি মহান সৃষ্টি কর্তার কাছে। আমরা জানি আপনার হাতেই নিরাপদ এই দেশ। জয় বাংলা|
লেখক: শাহ নিজাম, যুগ্ন সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ