
হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে তিন শিশুর মাথার চুল কেটে দেওয়া ঘটনার মামলার প্রধান আসামি গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সিকদার । সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিষটি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি হাত বেধে তিন শিশুকে নির্যাতনের অভিযোগ উঠে আড়াইহাজার পৌরসভার মেয়র হালিম শিকদারের বিরুদ্ধে। পরে ৭ ফেব্রুয়ারি বিকেলে আড়াইহাজার থানায় নির্যাতিত এক ছাত্রের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মেয়র আব্দুল হালিম সিকদারের বাড়ির পেছনে রাখা মেশিনের যন্ত্রাংশ রাস্তা দিয়ে যাওয়ার সময় তিন শিশু কিছু যন্ত্রাংশ খুলে হাতে নেয়। পরে তাদেরকে আটক করা হলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়রের নির্দেশে তাদেরকে রামচন্দ্রী বাজারে নিয়ে রশি দিয়ে বেঁধে স্থানীয় রামচন্দ্রী বাজারে অবস্থিত উৎপলের সেলুনে নিয়ে মারধর করে বেঁধে রাখা হয়। এ সময় মেয়র নিজেও ওই সেলুনে বসে সেভ করছিলেন। এক পর্যায়ে ওই তিন ছাত্রের দুইজনের চুল কেটে দেয়া হয়।
মামলায় রামচন্দ্রী এলাকার আব্দুল হালিম সিকদার (মেয়র), একই এলাকার মৃত জীবন শীলের ছেলে উৎপল শীল ও দ্বীপক শীল, খাসেরকান্দী এলাকার মৃত বেনু মেম্বারের ছেলে ফারুককে আসামি করা হয়। এদের মধ্যে ফারুক ও দ্বীপককে গ্রেপ্তার করে পুলিশ।