আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষার্থীর হাত বেঁধে বেধরক পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) এবঙ জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ হোসেন (৮) মক্তব থেকে বাড়ি যাওয়ার পথে গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাট-বল্টু কুড়িয়ে নিয়ে খেলা করছিল।
এসময় মেয়র ও তার লোকজন নিয়ে কুড়িয়ে পওয়া ওই নাট-বল্টু চুরির অভিযোগ দিয়ে তাদের ধরে এনে হাত বেঁধে দুই ঘন্টা আটক রেখে মারধর করে।
এক পর্যায়ে বায়েজিদের চাচা কালাম ও আলামিন শিশুদের পক্ষে আকুতি-মিনতি করলে তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। এসময় আশেপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাস স্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়া হয় ওই তিন শিক্ষার্থীকে।
নির্যাতনের শিকার বায়েজিদের বাবা জাহাঙ্গীর বলেন, কোন কারণ ছাড়াই আমার ছেলে সহ তিন শিশুকে নির্যাতন করেছে মেয়র। আমরা গরিব বলে আমাদের সন্তানদের উপর নির্যাতন চালিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার ন্যায় বিচার দাবী করছি।
এ ব্যপারে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার জানান, এরা পেশাদার চোর। অতীতেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan