অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি কারণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার চিটাগাংরোডে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় রভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান মিয়া। অভিযানে জেলা ক্যাব এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের সময় চিটাগাংরোড এলাকার আদি ভান্ডারী হোটেল রেস্টুরেন্টকে পনের হাজার টাকা, মা অপটিক্স মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার টাকা এবং দ্যা ঢাকা মেডিসিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির কারণে এ জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতেও তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan