
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা তানভীর কবির মুন্নার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার মহাসমাবেশে যোগদান করেছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশে এ কর্মসূচী পালন করেন তিনি।
শনিবার ঢাকা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের ট্রেন চলাচল উদ্বোধনের পর আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ কানা-খোঁড়া যাকেই মনোনয়ন দেবে, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকেই বিজয়ী করতে হবে। যাকে মনোনয়ন দেব ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। যেন আবার আমরা এই দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি। এখনও অনেক উন্নয়ন কাজ বাকি, সেগুলো যেন সম্পন্ন করতে পারি। কারণ, ওই সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী, জঙ্গিবাদী এরা যদি আসে এ দেশকে আর টিকতে দেবে না।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা তানভীর কবির মুন্না জানান, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা আমাদের প্রিয় নেতা একেএম শামীম ওসমানের নির্দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত রাজপথ দখলে রাখব। যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে জামায়াত বিএনপির সন্ত্রাসীরা। উন্নয়ণের ধারাকে অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করতে আহবান জানান তানভীর কবির মুন্না।