A Top Ads

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। আমার একটি অনুরোধ থাকবে এবার থাকবে প্রধানমন্ত্রীর কাছে তারেককে দেশে এনে বিচার করতে হবে। বৃহস্প্রতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘আমরাওতো একসময় ক্ষমতায় ছিলাম। বিএনপি যখন ১৯৯১ সালে ক্ষমতায় ছিল তখন আমাদের ওপর কী নির্মম অত্যাচার না করেছিল! আমাদের লোকজনদের কিভাবে হত্যা করা হলো। আমরা কত লাশ কাঁধে নিলাম তা সবাই জানে। বিএনপি সব খেলা শেষ হয়ে গেছে। এখন তাদের সামনে আর কোন পথ নেই।

তিনি আরও বলেন,৭-৮ বছর আগে পদ্মা সেতু নিয়ে খেলা হয়েছিল। পদ্মা সেতুতে দুর্নীতি করা হয়েছে এমন কথা বলে বঙ্গবন্ধুর পরিবারকে চিহ্নিত করা হয়েছিল। বলা হয়েছিল এ দুর্নীতির সঙ্গে সরাসরি বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা জড়িত। সেদিন জাতির পিতার কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বলেছিলেন, তার দলের লোক দুর্নীতি করে না। আর সেটা আদালতে প্রমাণ হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, জেলা যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, তিন নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, চার নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মিয়া নুর উদ্দিন, এক নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম প্রমুখ।

 

আগের সংবাদ দেখুনমাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল
পরের সংবাদ দেখুনশর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ড