বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচনে আগামী দুই বছরের জন্য সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন সভাপতি এবং আবু আল মোরছালীন বাবলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্ব শেষে চূড়ান্তভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নূরুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নির্মল চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার রহমান, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মিঠুন সরকার, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম ও নির্বাহী সদস্যরা হলেন রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মোমিন হোসেন, অঞ্জন রহমান, গোলাম মজতুবা ধ্রুব।
চিত্ত ফ্রান্সিস রিবেরূ প্রধান নির্বাচন কমিশনার ও সৈয়দ আলী আসফার, শফিউল আলম রতন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan