
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ভূইঘর এলাকার বাস স্যান্ড এর পশ্চিম পাশ থেকে কাজী বাড়ি রোড পযন্ত ৪ ফিট বাই ২৫’শ ফিট ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন মিন্টু ভূইয়া।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১ টায় ভূইঘর এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ইসহাক মাদবর ও কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. সোবাহান মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ড্রেন নির্মাণের বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি দৃশ্যমান উন্নয়ন হলো এই ড্রেন নির্মাণ কাজটি। আমাদের এমপি শামীম ওসমানের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এই ড্রেনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই ড্রেন টা নির্মাণ হয়ে গেলে এলাকাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হবে আর কোনো প্রকার জলাবদ্ধতাও সৃষ্টি হবে না।
কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী মিয়া বলেন, এই ড্রেনটা এলাকাবাসীর খুব প্রয়োজন ছিলো। আমাদের বর্তমান মেম্বার তার নিজস্ব তত্ত্বাবধানে এই ড্রেন নির্মাণ কাজ পরিচালনা করছে। আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছি, অনেকদিন পরে হলেও এই ড্রেনটা নির্মাণ করা হচ্ছে। আমি চাই আমাদের বর্তমান মেম্বার আরও বেশি বেশি এলাকার উন্নয়ন করুক তার জন্য শুভ কামনা রইলো।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন মিন্টু ভূইয়া বলেন, এটার আমার দায়িত্ব ও কর্তব্য। তবে এই কাজটা আমাদের এমপি শামীম ওসমান ও চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় করা হচ্ছে। সামনে আরও অনেক উন্নয়নমূলক কাজ এলাকাবাসীর জন্য নিয়ে আসবো। তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।