A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরায় ৮ম শ্রেণীতে পড়–য়া ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত শনিবার রাতে (১৭—আগষ্ট) ডেমরা থানায় অভিযুক্ত মো. ফোরকান আলী (২১) সহ অজ্ঞাত ২—৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে গত ১৫ আগস্ট ডেমরা থানায় মেয়ে নিঁখোজের একটি সাধারণ ডায়েরী করেন মেয়েটির বাবা। গত ১১ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে ফুচকা কেনার উদ্দেশ্যে বাসার নিচে নামলে মেয়েটি অপহরণ হয়। এ ঘটনায় এখনো অপহৃত মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফোরকান বরিশালের কাজিরহাট থানার মো. মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে ঢাকায় তারা কোথায় থাকে তা জানা যায়নি।

বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, গত ১১ আগষ্ট পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটি অপহরণ হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজ খবরে জানা যায় মাদ্রাসায় আসা যাওয়ার পথে ফোরকান মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ফুঁসলানোসহ উত্যক্ত করতো।

মো.ফারুক মোল্লা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে অপহৃতকে উদ্ধার করাসহ অপহরণকারী ফোরকানকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন অব্যাহত রয়েছে।

আগের সংবাদ দেখুনশেখ হাসিনা ও শামীম ওসমানসহ সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
পরের সংবাদ দেখুনআপত্তিকর অবস্থায় নারীসহ পুলিশের এসআই আটক