
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: “জিয়ার সৈনিক এক হও, এক হও লড়াই কর জিয়ার সৈনিক” এ স্লোগানে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে ডেমরা থানা বিএনপি ও ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে সারুলিয়া ও বাঁশেরপুল এলাকার অলিগলিতে পৃথক দু’টি মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা আরও স্লোগানদেন- খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছারি নাই, তারেক জিয়ার ভয় নাই। ডেমরা থানা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ”। মিছিলে নেতাকর্মীরা স্লোগানে আরও বলেন বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত হরতাল চলছে-চলবে। ডেমরা থানা বিএনপির অ্যাকশান চলবে। নবী ভাইয়ের অ্যাকশান চলবে। ঢাকা-৫ এর মাটি নবী ভাইয়ের ঘাটি এসব কথা বলেও তারা স্লোগান দেন মশাল মিছিলে।
মিছিলে নেতাকর্মীরা দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে ও চলবে। তারা মাঠে থেকে আান্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মিছিলে। সারুলিয়ার মশাল মিছিলের নেতৃত্ব দেন ডেমরা থানা বিএনপি নেতা সেলিম ও জামান।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ডেমরায় থানা বিএনপি নেতা জামান-সেলিমের নেতৃত্বে নিরব অভ্যন্তরীণ এলাকার গলিতে সীমিত সময়ের একটি স্লোগানমূখর মশাল মিছিলের খবর পেয়েছি। এক্ষেত্রে প্রধান সড়ক ও অভ্যন্তরীণ গুরুত্বপূর্ন পয়েন্টে থানা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে তারা কোনভাবে সড়কে অবস্থান নিতে পারবেনা।