A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ৩৬ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুটি আই ফোনসহ তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। মঙ্গলবার সুলতানা কামাল সেতুতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাকির হোসেন জানান, তিনি ও তার ব্যবসায়িক পার্টনার সজিব হোসেন রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লক্ষ টাকাসহ একটি প্রাইভেট কারযোগে ডেমরা ভূমি অফিসে আসছিলাম। পথিমধ্যে ৫/৬ জনের ওই ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাদের প্রাইভেট কারের গতি রোধ করে। পরক্ষণেই গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে তোদের কাছে অবৈধ টাকা রয়েছে।

এ সময় প্রাইভেট কার থেকে জাকির ও সজীবকে টেনে হিচরে ডাকাত দল তাদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পড়ানোর পর তাদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেয়। পরে ভুক্তভোগীদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘন্টা পর রূপগঞ্জের পূর্বচল ২১ নং সেক্টরে ফেলে চলে যায় ডাকাতরা।

বিষয়টি নিশ্চত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আগের সংবাদ দেখুনকে এই শিপন সরকার?
পরের সংবাদ দেখুনসড়কে প্রাণ গেলে দুই মাছ ব্যবসায়ীর